আমাদের ব্রডব্যান্ড সেবা সম্পর্কে বিস্তারিত জানুন

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনাকে আপনার এলাকার কেবিল অপারেটর বা কোনো ব্রডব্যান্ড প্রদানকারী সংস্থা বা ISP (Internet service provider) এর সাথে যোগাযোগ করতে হবে। ওরা আপনার বাড়িতে ব্রডব্যান্ড এর লাইন দিয়ে দেবে, অনেক সংস্থা লাইনের সাথে WiFi রাউটার দিয়ে থাকে, অনেক ক্ষেত্রে আপনাকে কিনতে হয়।

মোবাইল WiFi এর মাধ্যমে ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবেন, তবে সম্পূর্ণ স্পিড পেতে হলে ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্যে করাই ভালো।

খরচ এলাকা ও সংস্থা হিসাবে আলাদা আলাদা রকমের হয়ে থাকে। মাসিক কত GB এর প্যাকেজ নেবেন, Mbps কত হবে, সেই অনুযাই খরচ পড়ে।