Mbps vs MBps

.

পার্থক্য লক্ষ্য করুন: MBps VS Mbps. (Capital B vs Small b)

.

MBps = মেগা বাইট পার সেকেন্ড

Mbps = মেগা বিট পার সেকেন্ড

আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) যদি বলে, তারা আপনাকে 6 Mbps সংযোগ দিচ্ছেন, তাহলে কখনোই এটিকে 6 MBps ভাববেন না । আপনি যদি বাইটে হিসাব করতে পছন্দ করেন, তাহলে সেটা হবে (6/8) = 0.75 MBps বা 768 kBps.

.

তার মানে, 1 MBps সংযোগ পেতে 8 Mbps সংযোগ দরকার ।


1 Mbps = 128 KBps (Max)

এটা হচ্ছে ডাউনলোড স্পিড।

আপনি যদি 8 Mbps এর লাইন চালান তাহলে আপনার ডাউনলোড স্পিড 1 MBps.

.

.

রাউটার কেনার সময় লেখা থাকে 300 Mbps, মানে সেটা (300/8) = 37.5 MBps সর্বোচ্চ গতি প্রদানে সক্ষম (তত্ত্বীয়ভাবে)।

.

.

৮ মেগাবিট পার সেকেন্ড = ১ মেগা বাইট পার সেকেন্ড । এই তথ্যটি নিয়ে আমরা খুব বেশি বিভ্রান্ত হই ।

★★★বিট সম্পর্কে জানেন কিছু? বিট হচ্ছে অনেক ক্ষুদ্রতম একক। ১ বিটে একটাই ভ্যালু থাকতে পারে। যেমন ১ অথবা ০। মানে অন কিংবা অফ।

তার মানে কি দাঁড়ালো?

১ বিট = ১ অথবা ০

১ নিবল (nibble) = ৪ বিট

১ বাইট = ৮ বিট [একটা ক্যারেক্টার "A" ১ বাইট জায়গা নেয়]

১ কিলোবাইট [KB] = ১০২৪ বাইট

১ মেগাবাইট [MB] = ১০২৪ কিলোবাইট

১ গিগাবাইট [GB] = ১০২৪ মেগাবাইট

১ টেরাবাইট [TB] = ১০২৪ গিগাবাইট

১ পেটাবাইট [PB] = ১০২৪ টেরাবাইট

১ এক্সাবাইট [EB]= ১০২৪ পেটাবাইট

১ জেটাবাইট [ZB] = ১০২৪ এক্সাবাইট

১ ইয়োট্টাবাইট [YB] = ১০২৪ জেটাবাইট

পরের ধাপগুলো এমন করেই এগোতে থাকবে ১০২৪ গুন করে বড় হতে থাকবে। ২০১৮ সাল পর্যন্ত আর কোন মান দন্ড approval দেওয়া হয়নি। যদি হেল্লা বাইট [hellabyte] অথবা ব্রনটু বাইট [brontobyte.] এর প্রোপোজাল